লেটেস্ট-নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লেটেস্ট-নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান


১) The Undertaker এর WWE তে ডেবিউ করার অদ্ভুত কারণ :


সাম্প্রতিক এক ইন্টার্ভিউতে WWE লেজেন্ড আন্ডারটেকার জানান যে তিনি ১৯৮৪ সালে তার প্রো রেসলিং ডেবিউ করেন কারণ তাকে এবং হল অফ ফেমার Bruiser Brody কে দেখতে অনেকটা একই রকম ছিল। টেকার আরও জানান তাকে হল অফ ফেমার Dutch Mantell এর দ্বারা আপ্রোচ করা হয়, ম্যানটেল তাকে রেসলার হওয়ার ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করেন, আর তার পরেরটা তো ইতিহাস।

রেসলিং নিউজ আপডেট - ২২/০২/২০২৩


১) ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচের ইচ্ছা প্রকাশ করলেন Omos :


ডব্লিউডব্লিউই সুপারস্টার ওমোস রেসেলমেনিয়া ৩৯ এ দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের বিরুদ্ধে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেন। ওমসের WWE তে আশা মাত্র একবছর পার হয়েছে কিন্তু ইতিমধ্যেই সে তার ছাপ রাখতে শুরু করেছে।


প্রসঙ্গত উল্লেখ্য লেসনারের বিরুদ্ধে রেসেলমেনিয়াতে রোমান রেইন্সের ম্যাচ খেলার রিউমর শোনা যাচ্ছে যেটাতে রেসলিং ফ্যানেরা হতাশা প্রকাশ করেছেন। লেসনার বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং SummerSlam 2022 এর পরে তাকে WWE তে দেখা যায়নি।

রেসলিং নিউজ আপডেট - ২১/০২/২০২৩




১) ব্রক লেসনারকে দেওয়া হল "Nazi" এর অপবাদ : ব্রক লেসনার রিঙের ভেতরে হোক বা বাইরে সর্বদাই বিতর্কে জড়িয়ে পরেন। এই বিতর্কের সারিতে আরও একটা বিতর্ক যোগ হল যখন তিনি একজন ফ্যানের সাথে নিজের ফটো পোস্ট করেন যার শার্টে হিটলারের নাজির চিহ্ন ছিল। এইকারনে সোশ্যাল মিডিয়াতে লেসনারকে "freaking crazy German Nazi" বলে ব্যঙ্গ করা হয়েছে।


২) ট্রিপল এইচ ডব্লিউডব্লিউই বিক্রয় নিয়ে নিজের মতামত দিলেন : ট্রিপল এইচ WWE এর বিক্রয় ঘিরে গড়ে ওঠা রিউমরের জবাব দিয়ে জানিয়ে দিলেন তিনি এইসবের মধ্যে নেই, ব্যাবসাকেন্দ্রিক সিদ্ধান্তে তিনি থাকেন না। তিনি আরও জানান যে যদি আগের মতোই কাজ চালিয়ে যেতে পারেন তাহলে বিক্রি হলেও তেমন কিছু অসুবিধা নাই। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে সৌদি আরবের WWE ক্রয়ের প্রতি আগ্রহ আছে। যদিও দামটা একটু চড়া কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


৩) Bray Wyatt রোমানের টাইটেল জয় নিয়ে প্রশ্ন তুললেন : সাম্প্রতিক এক ট্যুইটে প্রাক্তন WWE সুপারস্টার Bray Wyatt, রোমান রেইন্সের Sami Zayn কে হারিয়ে ইউনিভার্সাল টাইটেল জয়কে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি এটাকে 'Weak' এবং "disgrace to the title" বলে ভর্ৎসনা করেন।


৪) Austin Theory তার টাইটেলের ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন : WWE সুপারস্টার অস্টিন থিওরি ট্যুইটারের মাধ্যমে United States টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেন। ফ্যানেরা ইতিমধ্যেই অনুমান করতে শুরু করে দিয়েছেন কে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে।


৫) Edge এর ফাইনাল ম্যাচ : সাম্প্রতিক এক ইন্টারভিউতে WWE সুপারস্টার এজ জানিয়েছেন যে তিনি তার শেষ ম্যাচ খেলতে চান AJ Styles এর বিরুদ্ধে। এজ এখন রেসলিং জগতে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা শুরু করছেন যেটা রেসলিং ফ্যানেদের মধ্যে আবেগ এবং আগ্রহের সৃষ্টি করছে।


৬) CM Punk এর NJPW ইভেন্টে আসা নিয়ে Kenta এর উপহাস : সাম্প্রতিক NJPW Battle in the Valley শোতে CM Punk কে দেখা গিয়েছিল। NJPW এর রেসলার Kenta সোশ্যাল মিডিয়াতে পাঙ্ককে মক করে একটা ভিডিও আপলোড করে যেখানে সে পাঙ্কের সিগনেচার মুভগুলি ব্যবহার করে তাকে "clown" বলে বিদ্রূপ করে।


৭) AEW Revolution ফ্লপ হওয়ার সম্মুখীন : AEW এর পরবর্তী পেই পার ভিউ AEW রেভোলিউশন আর মাত্র দুই সপ্তাহের অন্তরে আছে। রিপোর্টে জানা যাচ্ছে যে টিকিট সোল্ড আউট হবার ধারে কাছেও ইভেন্টটি পৌছাইনি। যদিও এখনও আরও টিকিট সেল করার সুযোগ আছে কিন্তু এতে যুব কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে চিন্তা তৈরি হচ্ছে।


৮) Sami Zayn জানালেন তার মুভ Helluva Kick নামের রহস্য : সামি তার ফিনিশিং মুভ Helluva Kick এর নামের রহস্য উৎঘাটন করলেন। সামি জানালেন এটি এসেছে তার প্রাক্তন ট্যাগ টিম পার্টনার কেভিন ওয়েন্সের কাছ থেকে যে এই মুভটাকে WWE জয়েন করার আগে ব্যবহার করতো।


৯) টোনি খান এমন রেসলারদের নাম করলেন যাদের মার খাওয়া তিনি দেখতে চাইতেন : সাম্প্রতিক ইন্টারভিউতে AEW এর মালিক টোনি খান জানালেন এমন কিছু রেসলারের নাম যাদেরকে ছোটবেলাতে ধোলাই খেতে দেখলে তিনি খুব খুশি হতেন। সেই লিস্টের মধ্যে প্রধান তিন জন হলেন Hulk Hogan, Ric Flair এবং The Undertaker।


১০) ট্রিপল এইচ জানালেন বর্তমান রোস্টার নিয়ে তিনি মোটেই নিরাশ নন : Dave Meltzer এর করা রিপোর্টে রিউমর ছড়িয়েছিল যে ট্রিপল এইচ বর্তমান রোস্টারের পারফর্মেন্সে অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে ট্রিপল এইচ বর্তমানে যে রোস্টার আছে সেটার উপরেই ভরসা রাখেন এবং খুব বেশী একটা রদবদল করারও পক্ষপাতী তিনি নন। রিপোর্টটিতে আরও বলা হয় তিনি বর্তমান রোস্টারের গুরুত্ব বোঝেন এবং সেটাকে কোম্পানির ফিউচারে কীভাবে লাগাতে হবে সেটা জানেন। 


• বিঃদ্রঃ পোস্টটি লিখতে ChatGPT এর সাহায্য নেওয়া হয়েছে।

রেসলিং নিউজ - ২০/০২/২০২৩



আসন্ন রেসেলমেনিয়াকে কেন্দ্র করে বর্তমানের সবথেকে বড় খবর হচ্ছে টেক্সাস র‍্যাটেলস্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ইন রিং রিটার্ন। এই খবরের শুরু হয় যখন ট্যুইটারে WrestleVotes নামক হ্যান্ডেল ট্যুইট করে, "যেটা আমি শুনছি সেটা যদি সত্যি হয়..." এবং তারপরেই  WrestleTalk রিপোর্ট করে WWE অস্টিনের রিটার্নের প্রয়াসে আছে।


এইবারের রেসেলমেনিয়ার ৩৮ তম সংস্করণ অনুষ্ঠিত হবে অস্টিনের হোমটাউন টেক্সাসে। এর আগে যখন রেসেলমেনিয়া টেক্সাসে আয়োজিত হয়েছিল তখনও অস্টিন আরও দুজন হল ওফ ফেমার যথা Shawn Michaels এবং Mick Foley -দের সাথে মিলে League of Nations শুরু করে। সাম্প্রতিককালে ২০২০ সালের এক Raw তে সে তার সুবিখ্যাত 3:16 দিবস পালন করে, সেই Raw এর রেটিংও তার পুর্বের এপিসোডগুলির থেকে অনেক বেশী ছিল।


তাই রেসলিং ফ্যানেরা অনুমান করতে শুরু করেছে অস্টিনের রিটার্ন নিয়ে এবং অনেকের মতে যদি অস্টিন এইবার কোনভাবে রিটার্ন করে তাহলে তার অপনেন্ট হবে কেভিন ওয়েন্স। কারণ বর্তমানে কেভিন স্টোন কোল্ডের ট্রেডমার্ক ফিনিশিং মুভ স্টানার ব্যবহার করছে এবং কিছুদিন আগেই সে একটা  প্রোমো কাটে যেখানে সে টেক্সাসের ড্যালাস নিবাসী ফ্যানদের উদ্দেশ্যে কটূক্তি করে।


রেসেলমিয়ার আয়োজক রাজ্যের সঙ্গে কেভিনের ফিউড কী শেষ পর্যন্ত সেখানকার নিজস্ব রেসলার স্টিভ অস্টিনের রিটার্ন ঘটাবে? এটি তো সময়ই বলবে। কিন্তু অস্টিন এর আগে ২০১৫ সালে পল হেইম্যানকে দেওয়া একটি সাক্ষাৎকারে লেসনারের বিরুদ্ধে Texas Death ম্যাচে রিটার্ন করার সম্ভাবনার কথা বলেছিলেন, কিন্তু সে এখন রেইন্সের সাথে ফিউডে আছে।


এর আগে অস্টিন নেভাডাতে Broken Skull Ranch শো এর জন্য একটি রেসলিং রিংও তৈরি করেছিলেন। কিন্তু বেশী আশা করে বসে থাকার আগে আমাদের এটা ভুললেও চলবে না যে গত এপ্রিলে  Talk Is Jericho পডকাস্টে জেরিকোকে দেওয়া সাক্ষাৎকারে অস্টিনের ইন রিং রিটার্নের সম্ভাবনার ব্যাপারে বলেছিল- "না, এটা হওয়া কঠিন। শুধু একটা ম্যাচের জন্য এত তোড়জোড় আমার কাছে বড়ই অ্যান্টি ক্লাইম্যাকটিক মনে হয়।"। তিনি আরও বলেন-


"আমার মনে হয় ভিন্স আমাকে বেশ কয়েকবার রিটার্ন করাবার চেষ্টা করেছিল, কিন্তু কি জানো আমি এই ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসি। আমার মনে হয় আমি অন্য যে কারুর থেকে এটিকে বেশী ভালোবাসি এবং এটা ছেড়ে যাওয়া আমার পক্ষে খুবই কষ্টদায়ক ছিল। সুতরাং আমার কাছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য ফিরে আসা... কেন? আমি কি প্রমাণের চেষ্টা করছি এখনও? সবাই কোন জিনিসটা মনে রাখবে? এটা টাকার বিষয় নই। এই বিজনেস ছাড়ার পরে আমাকে খুবই লম্বা সময়, দীর্ঘ ৩ বছর লেগেছিল হজম করার জন্য যে আমি রেসলিং ছেড়ে দিয়েছি।"


বর্তমানে WWE এর ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে কারণ লেসনার এবং  Ronda Rousey রিটার্ন করার পরে ২০২২ সালের রেসেলমেনিয়া ছিল রেসেলমেনিয়ার টানা ১২ তম সংস্করণ যেটাকে পার্ট টাইমারেরা হেডলাইন করছে, স্টিভ অস্টিন রিটার্ন হলে পরের বছরও একই হাল হবে। অর্থাৎ WWE পরবর্তী প্রজন্মের স্টার তৈরিতে ব্যর্থ হয়েছে।


রয়্যাল রাম্বালেও এখন এমন রেসলারেরা জিতছে যারা অনেক বছর আগে রাম্বাল জিতেছিল যেমন ১১ বছর আগে জেতা এজ ও ১৯ বছর আগে জেতা ব্রক লেসনার। এছাড়াও গোল্ডবার্গ, ববি ল্যাশলি, শন মাইকেলস, বাতিস্তা এইসব রেসলারের ইন রিং রিটার্নের ফলে এটা পরিষ্কার যে WWE এখন ক্রমেই পার্ট টাইমার এবং পুরনো রেসলারদের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সেই হিসাবে অস্টিনের রিটার্নের খবরও উড়িয়ে দেওয়া যায় না।

স্টোন কোল্ড স্টিভ অস্টিন কী WWE তে রিটার্ন করছেন?

রেসেলমেনিয়া যত নিকটে আসছে রেসলিং জগত ততই বেশী আনপ্রেডিকটেবল হয়ে যাচ্ছে, আর এইধরনের একটি সাম্প্রতিক অপ্রত্যাশিত খবর হচ্ছে Cody Rhodes এর WWE রিটার্নের সম্ভাবনা। Cody সম্প্রতি জানিয়েছেন তিনি এবং তার স্ত্রী Brandi আর AEW তে রিটার্ন করবেন না। কোডি টোনি খান এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে ট্যুইটারে এই পোস্টটি করেছেন- 


এর আগে স্টিভ অস্টিনের ইন রিং রিটার্নের খবর শুনে ভাবতে পারা যায়নি এর থেকেও বেশী আশ্চর্যের খবর কিছু হতে পারে কিন্তু তার পরেই জানা যাচ্ছে AEW এর প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কোডি WWE তে পুনরায় রিটার্ন করতে পারে, সে বর্তমানে AEW এর সাথে কোন কন্ট্রাক্টে নাই।

Cody Rhodes কী AEW ছেড়ে WWE তে ফিরছেন?

মুস্তাফা আলির যেসব ফ্যানেরা তার রিলিজের এবং AEW তে জয়েনের অপেক্ষাই ছিল তাদেরকে নিরাশ করার মতো খবর পাওয়া গেছে। আলি নিজে ট্যুইট করে জানিয়েছেন যে ফ্যানেরা তাকে হয়তো আরও আড়াই বছর রিঙে দেখতে পাবে না-


এখন আলি মেপে মেপে আড়াই বছরের সময় কেন বললেন সেই ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, আসলে ব্যাপারটা হল তার সঙ্গে করা WWE এর চুক্তির বৈধতা থাকবে এখনও আড়াই বছর পর্যন্ত, আর এই সময়ে WWE না চাইলে মুস্তাফা নিজে থেকে রিলিজও হতে পারবে না আর অন্য কোন কোম্পানিতে যোগও দিতে পারবে না। WWE যদি তাকে TV তে না নিয়ে আসতে চাই তাহলে তাকে এই আড়াই বছর বেকার ঘরে বসেই কাাটাতে হতে পারে যেটা তার রেসলিং ক্যারিয়ারের মারাত্বক প্রকারের ক্ষতিসাধন করতে পারে।

মুস্তফা আলিকে রিলিজ দিতে অস্বীকার করলো WWE!

প্রফেশনাল রেসলার এবং WWE এর প্রাক্তন সুপারস্টার Dalip Singh Rana ওরফে  The Great Khali আজকে বৃহস্পতিবারে ভারতীয় জনতা পার্টি বা BJP জয়েন করলেন। আজকে সকালে খালি দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারে পৌঁছালে তাকে বিজেপির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়।


পরবর্তীতে দুপুর ১ টা নাগাদ অনুষ্ঠানের মাধ্যমে তাকে পার্টিতে স্বাগত জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সিনিয়র লিডার জিতেন্দ্র সিং বলেন "আমাদের সাথে খালির যোগ দেওয়া দেশের যুবক সহ সাধারণ মানুষকে প্রেরণা যোগাবে।" 

দ্যা গ্রেট খালি বিজেপিতে যোগ দিলেন!

১) WWE Ronda Rousey এর সঙ্গে আলোচনা করেছিল Raw এর প্রোমো নিয়ে। গত Raw তে Ronda বেকির সঙ্গে যে প্রোমো করে সেটার মান নিয়ে অনেক ফ্যান অভিযোগ করেছিল। WWE তে রিটার্ন করে মহিলাদের রয়্যাল রাম্বাল জিতা এই ডিভার সঙ্গে ফ্যানেদের আগেও ঝামেলা লেগেছিল, যদিও পরের স্ম্যাকডাউনে রন্ডা ভালোই প্রোমো কাটে।


২) আমরা জানি গত মাসে Samoa Joe কে WWE রিলিজ করে দিয়েছিল। এটা নিয়ে জো সোশ্যাল মিডিয়াই তেমন একটা কথা বলেননি। রিসেন্টলি জো এই ব্যাপারে ট্যুইট করে জানান," আমার ট্যুইটার ব্যবহার না করার কারণ ছিল আমি এমনিতেই খুশি ছিলাম"। তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে বেশী খুশি ও আশাবাদী থাকার কথা বলেন।

রেসলিং খাস খবর, ৮ ফেব্রুয়ারি ২০২২

আপনারা অনেকেই হয়তো শুনেছেন শেন মিকম্যান এবং WWE এর মধ্যে চলা ঝামেলার ব্যাপারে। যারা জানেন না তাদেরকে বলে দেই রয়্যাল রাম্বালের পরেই নাকি শেনকে রিলিজ করে দেওয়া হয়, কারণ হিসাবে মনে করা হচ্ছে রয়্যাল রাম্বালের প্রোডিউসার হিসাবে ব্যর্থতা এবং স্ক্রিপ্টের উপর বেজায় হস্তক্ষেপ।


শেনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে রয়্যাল রাম্বালে নিজেকে স্পটলাইটে আনার জন্য তিনি অনেক রেসলারের বুকিং খারাপ করেন। এমন রিউমর শোনা গেছে যে শেন নাকি রাম্বাল ম্যাচে ১ নম্বর স্থানে প্রবেশ করতে চেয়েছিলেন যাতে নিজেকে হাইলাইট করা যায় কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং শেন শেষের দিকে প্রবেশ করেন।

রিলিজের পর শেন নতুন রেসলিং কোম্পানি খুলছেন?

রেসলিং জগতকে চমকে দেওয়ার মতো নিউজ শোনা গেছে, ব্রক লেসনারের নাকি রয়্যাল রাম্বাল জেতার কোন কথাই ছিল না! PWInsider এর রিপোর্ট অনুযায়ী রয়্যাল রাম্বাল ২০২২ জেতার কথা ছিল আসলে Riddle এর। সেই রিপোর্টে আরও বলা হয় যে রয়্যাল রাম্বাল অনুষ্ঠিত হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে স্ক্রিপ্টে অনেক ধরনের পরিবর্তন করা হয় যার মধ্যে নাকি মেইন ইভেন্ট রাম্বাল ম্যাচও বাদ যায়নি। শেষ মুহূর্তে ডিসিশন নেওয়া হয়েছিল যে ব্রক সারপ্রাইজ এন্ট্রান্স করবে এবং রাম্বালের বিজয়ী হবে। 


রিপোর্টে বলা হয়, প্রথমে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের জেতার জন্য কথা শুরু হয় কিন্তু পরবর্তীতে রিডলকেই বেছে নেওয়া হয় উইনার হিসাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তাকে পালটিয়ে ব্রককে জেতানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য রিডল হল র‍্যান্ডির ট্যাগ টিম পার্টনার, তারা দুজনে মিলে RK-Bro টিম তৈরি করে এবং কিছুদিন আগেই তারা Otis ও Chad Gable এর টিমের কাছে তাদের RAW Tag Team চ্যাম্পিয়নশিপের খেতাব হারায়।

ব্রেকিং: লেসনারের রাম্বাল জেতার কথাই ছিল না!

প্রাক্তন WWE এবং TNA সুপারস্টার এবং United States চ্যাম্পিয়ন Ken Anderson যাকে আমরা Mr. Kennedy নামে চিনতাম তার নামে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অ্যান্ডারসন নিজে একটা রেসলিং স্কুল চালাতেন যার নাম ছিল School of Professional Wrestling, তো এই স্কুলের ছাত্রদেরকেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।


তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে যে তার প্রতিষ্ঠান অনেক দিন ধরেই বন্ধ আছে এবং এলাকার অন্যান্য জিম খুলে গেলেও তার প্রতিষ্ঠান এখনও খুলেনি। এমনও অভিযোগ আছে যে ২ বছর কেটে যাওয়ার পরেও অনেক ছাত্রকে কোনরকমের ট্রেইনিং দেওয়া শুরু করাই হয়নি নাকি!


অনেক ছাত্রই বলেছে যে অ্যান্ডারসন  তাদের সাথে খুব কমই যোগাযোগ রাখতো এবং নতুন করে আর সেই প্রতিষ্ঠান খুলবে বলেও মনে হয়না।  এই সন্দেহের আগুনে ঘি ঢালার কাজ করেছে অ্যান্ডারসনের স্কুলের ওয়েবসাইট ডাউন হওয়া।

প্রাক্তন রেসলারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

Royal Rumble, WWE এর সবচেয়ে বড় ৪ পিপিভি এর স্টার্টার প্যাক। নানা রকম এক্সপেক্টেশন, রিটার্ন, স্যারপ্রাইজ ও ম্যাচ কোয়ালিটির জন্য বিখ্যাত এই PPV, প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে এই এক্সপেক্টেশন পূরণ করে এই Royal Rumble! কিন্তু এবছর কোনো ভাবেই পূরণ হলো না। কেনো, কোন দিক দিয়ে খারাপ লেগেছে আগে তাই বলি!

১) Roman Vs Rollins Underwhelming Finish :


এ বছর Rumble এর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ ছিলো এটা। অপোনেন্ট Seth হওয়ার রেজাল্ট টা নিয়ে টেনশন হচ্ছিলো। প্রোমো কাট, ইন্টেন্স সব দিক দিয়ে জোস ছিলো। এখন অপেক্ষা ছিলো কেমন ডেলিভার করে। ম্যাচের শুরুতে Seth এর Shield এর থিম, ভেস্ট পড়ে আসাটা মাস্টারপিস স্টোরিটেলিং ছিলো। কিন্তু ভাই এটুকুই শেষ। ম্যাচটা মোর দ্যান এ্যাভারেজ, আশা অনুযায়ী অনেক কম পেলাম। তারপরে আবার DQ ফিনিশ! চিন্তা করা যায়? অন্তত সেথ কে সোজাসুজি হারাতেও পারতো, অন্তত একটা ভালো ম্যাচ পেতাম। কিন্তু তাও হলো না৷ এটা First Disappointment!

রয়্যাল রাম্বাল ২০২২: হতাশাজনক রিভিউ ও রেজাল্ট


ইতিহাসের পাতায় লেখা আছে যে Chris Benoit তার স্ত্রী ও পুত্রকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছিলেন। তবে এখনো তার মৃত্যু অনেকের কাছে রহস্যই রয়ে গেছে। আজ আমি Benoit -এর মৃত্যু রহস্য নিয়েই বিস্তারিত আলোচনা করবো।

২৫ জুন ২০০৭ এর ব্রেকিং নিউজ ছিল : "Chris Benoit is no more! Benoit & his family members were found dead"। এই খবরটা সব জায়গায় ছড়িয়ে যায়। Raw বাতিল করে WWE সম্প্রচার করে Benoit -কে ট্রিবিউট দিয়ে ৩ ঘণ্টার একটি শো। পুলিশ তদন্ত শুরু করে ঘটনার তলানিতে পৌঁছাতে।

সব ঘটনা ঘটেছিলো ২২ থেকে ২৪ জুনের মধ্যে। Benoit -এর স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয় সুইমিংপুল এর সামনে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী Nancy - এর শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর Nancy -এর লাশ অনেক দূর পর্যন্ত মাটিতে ঘসে নেয়া হয়। Benoit -এর ছেলে Daniel -কে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তার শরীরে হরমোনের ইনজেকশন দেওয়া হয়।

Chris Benoit কি আসলেই খুনি ছিলেন?


আমরা সবাই জানি বর্তমানে WWE কে কড়া টক্কর দেওয়ার কোম্পানি হচ্ছে শুধুমাত্র AEW বা All Elite Wrestling। ধনকুবের Shahid Khan এর পুত্র Tony Khan ২০১৯ সালের ১লা জানুয়ারি এটির সুচনা করেন, পিতার আর্থিক সামর্থ্যের সুযোগ নিয়ে WWE থেকে Chris Jericho, Dean Ambrose (Jon Moxley), Luke Harper, Cody & Dustin Rhodes, Jim Ross, Vickie Guerrero প্রমুখ রেসলার এবং ট্যালেন্টদেরকে একের পর এক টোনি নিজের রোস্টারে সামিল করে নেয়, ঠিক যেমন WWE করতো এক সময়ে, ফলে ২ দশকের মধ্যে প্রথমবার কোন কোম্পানি WWE এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সক্ষম হচ্ছে। এইসমস্ত ব্যক্তিরা প্রায় সকলেই একসুরে বলেছেন, AEW এর বিশেষত্ব হল "ক্রিয়েটিভ ফ্রিডম", অর্থাৎ কিভাবে কাজ করতে হবে তার স্বাধীনতা পাওয়া, যেটি WWE তে তেমন একটা মিলে না।

AEW কি WWE কে পিছনে ফেলে দিচ্ছে?



1) AEW Fyter Fest এর দ্বিতীয় রাতের মেইন ইভেন্টে Orange Cassidy কে হারিয়েছেন Chris Jericho! (সম্পূর্ণ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন)

ম্যাচের প্রথমার্ধে Jericho ডমিনেট করতে থাকেন, সহজ ভাষায় ম্যাচ ক্যারি করতে থাকেন। Cassidy কে ভালোভাবে ক্যারি করেছেন উনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে কামব্যাক করেন Cassidy Cassidy একের পর এক ফ্লায়িং মুভ, ফাস্ট একশন মুভ Jericho এর উপর হিট করতে থাকেন।

ম্যাচের শেষের দিকে Cassidy Jericho কে Superman Punch দিতে যায়, তবে Jericho কাউন্টার করে Judas Effect হিট করে! ১২৩ ও ম্যাচটি জিতে যায় Jericho!

আমার কাছে ম্যাচটি কেমন লেগেছে? খুব ভালো লাগেনি। আরো বেটার আশা করেছিলাম। ম্যাচে ওতো বেশি রেসলিং হয় নি। Jericho কিংবা Cassidy খুব বেশি মুভ হিট করেনি। ভালো ম্যাচ, তবে খুব ভালো বলতে পারব না এই আর কি।

রেসলিং নিউজ আপডেট - ০৯/০৭/২০২০



Pro Wrestling থেকে বিদায় জানালেন সবার প্রিয় একজন রেসলার The Undertaker😩। তিনি তার “Last Ride” ডকুমেন্টারিতে নিজের রেসলিং ক্যারিয়ারের এন্ডিং ঘোষণা দিলেন। হুট করে এমন খবর শুনতে হবে, কখনো ভাবিনি 😣। আর হয়ত দেখা হবে না রেসলিং রিং-এ। তিনি নিজেই বলেছেন, WM36 -ই ছিলো তার ক্যারিয়ার এন্ডিং এর বেস্ট মোমেন্ট। আর কখনো শোনা হবে না বিদ্যুৎ চকমকানো সেই আওয়াজ। যার জন্য রেসলিং এর প্রতি একটা নেশা চলে আসছিলো, তিনি আজ তার রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন। তার বয়স হয়েছে, এটা আমাদেরকে মানতেই হবে তার রিটায়ারমেন্ট আবশ্যক ছিলো। তবুও যেনো মানতে পারছি না। 

চলে গেলেন “One Of The Greatest” রেসলার, দাড়ান দাড়ান!! তিনি তো ‘One Of The’ Greatest না😅। তিনি-ই হচ্ছে “The Greatest Of All Time” তাকে নিয়ে কিছু লেখার মতো খুজে পাচ্ছি না, নাকি তার এই দুঃসংবাদ টা লেখালেখি থামিয়ে দিলো :') আর হয়ত দীর্ঘ সময় ধরে র‍্যাম্পে আসার মুহুর্ত টা পাবো না, রিং এনাউন্সারের দীর্ঘক্ষণ ধরে "The Undertaker" বলা টা আর শোনা হবে না, শিহরণ জাগানো সেই মিউজিক টা আর বাজবে না, আর না। আশা করবো, আর একবারের জন্য হলেও যেনো তিনি রিটার্ন করেন। 💔 জাস্ট একবার। জাস্ট একবার।

Thank You ‘The Phenom’, ‘The Deadman’, ‘The God Of Wrestling’ The Undertaker!!

• লেখক ঃ Mon Mahmud

রেসলিং থেকে বিদায় নিলেন Undertaker!


• আমাদের Brock Lesnar WWE এবং Ultimate Fighting Club (UFC) এর সাথে নতুন চুক্তি করেছেন! নতুন চুক্তি অনুযায়ী তিনি UFC এবং WWE তে উভয় জায়গায় Perform করতে পারবেন💜। উল্লেখ্য, গত UFC 230 এ ম্যাচ জেতার পর Daniel Cormier ব্রককে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন ব্রক যেনো এখানে এসে তার বিরুদ্ধে লড়াই করে, সেটাই হয়তো সত্যি হতে চলেছে। 


• WrestleVotes এর রিপোর্ট অনুসারে, Drew McIntyre কে পুশ দেয়া শুরু করেছে WWE এবং ২০১৯ সালে তাকে নিয়ে বড় ধরণের প্ল্যান রয়েছে। মূলত, Roman Reigns এর পরিবর্তে কোম্পানির টপ ফেস হিসেবে এখন McIntyre কে নিয়ে পরিকল্পনা করছে তারা। সম্প্রতি এক সাক্ষাতকারে Drew McIntyre জানান, WWE তে তার পরবর্তী টার্গেট হচ্ছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জেতা 👌👌 

রেসলিং নিউজ আপডেট, ০৮/১১/২০১৮


গত Raw তে ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেছিলেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার হয়েছে এবং সেই সাথে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টিকে পরিত্যাগ করেছিলেন। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হলো সেই একই দর্শকদের "Thank you Roman" চ্যান্ট দিয়ে। না দেখলে মন ভাঙ্গা ভিডিওটি আবার দেখে নিতে পারেন-



যদিও আসলে এটি 11 বছর আগে ধরা পড়ে এবং তখন দ্রুত সেরে উঠলেও এখন আবার সেই রোগ পুনরায় থাবা বসিয়েছে। Roman কি এনাউন্স করবে তা ব্যাকস্ট্যাজ এর কেউই জানতোনা। এমনকি Dean and Seth ও জানতোনা। ওদের শুধু বলা হয়েছিলো Roman তার টাইটেল ড্রপ করবে। অ্যান্ড তারা যাতে এসে ওর সাথে অন এয়ারে দেখা করে। কিন্তু Roman কি কারণে টাইটেল ড্রপ করবে তাদেরও জানানো হয়নি। কেন এইসব গোপন রেখেছিল রোমান? ট্রিপল এইচ এই ব্যাপারে বলেছেন-

"এই ব্যাপারে খুব কম লোকই জানতো এবং আমি তার সাথে এই নিয়ে কথা বলেছি, সে তার ক্যারিয়ারের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার আগে এই ব্যাপারে কাউকে জানতে দিতে চাইতো না কারণ সে কখনই চাইতো না লোকেরা ভাবুক যে সমবেদনা দেখিয়ে বা কোন এক কারণে তাকে এই সাফল্য অর্জন করতে দেওয়া হয়েছে। সে চেয়েছিল একদম শেষে বলবে - দেখো আমি এইসব পার করে এসেছি, তোমার ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব, এটা কোন মৃত্যুদণ্ড নয়! " অর্থাৎ রেইন্স চেয়েছিল তাকে যেন আর বাকি সব রেসলারের মতো করেই দেখা হয়। 

এখন রেইন্সের কি হবে? - রেইন্স প্রোমোতেই বলে যে সে রেসলিং থেকে রিটায়ার করবেন না এবং লিউকেমিয়াকে পরাজিত করে আবার রিং এ ফিরে আসবে, কিন্তু আসলেই কি তাই? সেটা বোঝার আগে লিউকেমিয়া কি জিনিস সেই ব্যাপারে দেখে আসুন এই পোস্টে। পোস্ট দেখে বুঝতে পারবেন লিউকেমিয়া আসলেই তেমন মরণ রোগ নয়, হয়তো আরও ২-৩ বছর লাগবে পুরোপুরি সুস্থ হয়ে রিঙে ফিরে আসতে কিন্তু সবকিছু ঠিক থাকলে সে রিং এ ফিরে আসবেই। আর তাছাড়াও তাকে টিভিতে দেখা যাবেনা এমনটা নয়। ACE Comic Con আনাউন্স করেছে যে পরের বছরের ১১ই জানুয়ারিতে অ্যারিজোনার ইভেন্টে রোমান রেইন্স আসবেন। 

সুতরাং আমরা আশা রাখতেই পারি ভবিষ্যতে WWE এর ইভেন্টে রেসলিং করতে না দেখলেও টিভি আপিয়ারেন্স দেখতেই পারি, যদিও এই রোগের ফলে তার ক্যারিয়ারে যে বড় নেগেটিভ ইফেক্ট পরবে সেটা অনিবার্য। আপনি রোমানকে হেট করুন বা লাভ করুন, যদি তার এই দুঃসময়ে তার পাশে না থাকেন তাহলে আপনি হয়তো রেসলিং ফ্যানই নন! পোস্টটা শেষ করার আগে তার এ বছরের খেলা পিপিভি ম্যাচগুলোর রেটিংস দিলাম :

• Royal Rumble: 4.25★ (Royal Rumble Match)

• Elimination Chamber: 3.75★ (6 Man Elimination Chamber Match) 

• WrestleMania: 3★ ( Vs Brock Lesnar) 

• Greatest Royal Rumble: 1★ ( Vs Brock) 

• Backlash: 1.5★ (Vs Samoa Joe) 

• Money In The Bank: 2.5★ (Vs Jinder)

• Extreme Rules: 3.50★ (Vs Lashley)

• Summerslam: 2.50★ (Vs Brock)

• Hell In A Cell: 3.25★ ( Vs Braun)

মোট ম্যাচঃ ৯ টি
মোট রেটিংঃ ২৫.২৫ 
গড়ঃ ২.৮০ 

গেট ওয়েল সুন রোমান, থ্যাঙ্ক ইউ রোমান ❤।


আপডেট ঃ রোমান রেইন্স লিউকিমিয়া জয় করে রিং এ প্রত্যাবর্তন করেছিলেন এবং বর্তমানে Covid-19 চলাকালীন পরিস্থিতিতে রিং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন (বিস্তারিত জানতে তার জীবনী পরে দেখতে পারেন)। 

এখন রোমান রেইন্সের কি হবে?



• লিউকেমিয়া কি?

এক কথায় বললে এটা (লিউকেমিয়া) হলো " ক্লোনাল ম্যালিগন্যান্ট ডিজিজ "। কি? বুঝতে পারেন নি? যারা বুঝতে পারেননি তাদের আরেকটু বুঝিয়ে বলি তাহলে। আমাদের শরীরে থাকে ব্লাড স্টেম সেল, যখন এই সেলগুলোর অস্বাভাবিক বিভাজন হয় তখনই এই রোগের সূত্রপাত ঘটে। শুরুটা হয় বোন ম্যারোতে এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় অস্বাভাবিক ভাবে। ব্যাপারটা অনেকটা এমন, রক্তের অসংখ্য শ্বেত কনিকা যা পুনরায় বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং কোষ বিভাজনের একটি ভিন্ন স্টেজে অবস্থান করে সেগুলো বোন ম্যারো এবং অন্যান্য রক্ত উৎপাদনকারী টিস্যুতে গিয়ে জমা হয়। এই অস্বাভাবিক টিস্যুগুলো অন্যান্য প্রত্যঙ্গের টিস্যুগুলোতে ছড়িয়ে গিয়ে প্রচুর পরিমাণে অস্বাভাবিক টিস্যু উৎপন্ন করে ফলে সার্বিক রক্ত উৎপাদন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।ফলে লিউকেমিয়ার রোগীদের রক্ত শূন্যতা, হেমোরেজ, ও ইনফেকশনের মত লক্ষণ দেখা দেয়। নিচের চিত্রে সাধারণ রক্তের সঙ্গে লিউকেমিয়ার ফারাক দেওয়া হল ঃ



• রোগের কারণ :

এ রোগের আসল কারণ এখনও অজানা। তবে নিম্নলিখিত কারণগুলোকে দায়ী করা হয়-

রেডিয়েশন, রঞ্জনরশ্মি। আধুনিক বিশ্বে বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এবং ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপক প্রসারে লিউকেমিয়া রোগটি বেশি হচ্ছে। উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপানিদের মধ্যে এই রোগ খুব বেড়ে যায়।
সাইটোটক্সিক ড্রাগ- ক্যান্সারে ব্যবহৃত বিভিন্ন ওষুধ ব্যবহারের ফলে এই রোগ হতে পারে।কিছু কিছু ভাইরাসকে এই রোগের জন্য দায়ী করা হয়।

• রোগের লক্ষণসমূহ :

১. লিউকেমিয়ার রোগীরা সাধারণত দুর্বলতা, রাতে ঘামানো, হালকা জ্বর নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে।এ সকল উপসর্গ অতিরিক্ত শ্বেত কণিকা তৈরি হওয়ার কারণে হয়ে থাকে।

২. প্লীহার আকার বৃদ্ধির ফলে রোগী পেটে ভার ভার বোধ করে। এছাড়া ঘটনাক্রমে শ্বেত কণিকার সংখ্যা বৃদ্ধি ধরা পড়ে।

৩. কিছু ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট ও ঝাপসা দৃষ্টির সমস্যা হয়। এ রোগের মাত্রা বৃদ্ধি (একসিলারেটেড পর্যায়ে) পেলে জ্বর হয় তবে সংক্রমণ, অস্থিতে ব্যথা বা প্লীহার বৃদ্ধি হয়।

৪. ওজন হ্রাস পায় এবং অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে।

• শনাক্তকরণ :

ব্লাড টেস্ট আর বোন ম্যারো বায়োপসি র মাধ্যমে এই রোগ শনাক্ত করা যায়। যে কোন বয়সে এটা হতে পারে। পযার্প্ত চিকিৎসায় এই রোগ পুরোপুরি ভাল হয়। একটু সময়সাপেক্ষ অবশ্য।

• চিকিৎসা পদ্ধতি :

লিউকেমিয়ার চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, সাপোর্টিভ কেয়ার। পেশেন্ট কে অধিক মাত্রায় প্রোটিন, ক্যালরি ও আয়রন যুক্ত খাবার খেতে হবে।

লিউকেমিয়া রোগ পুরোপুরি সেরে যায় যদি প্রোপার ট্রিটমেন্ট পাওয়া যায়, অর্থাৎ এই রোগ নিরাময় যোগ্য। ১৯৭৫ এর দিকে এই রোগ থেকে সেরে ওঠার হার ছিল ৩৩% যেটা ২০০৯ এ হয়েছে ৬৩%, তাই রোমান রেইন্স ও এটার বিরুদ্ধে ফাইট করে জয়ী হবে, অন্তত এই আশা আমরা করতেই পারি। 

♣ বি.দ্রঃ উপরের তথ্যগুলো উপস্থাপন করতে বিভিন্ন জার্নাল এর সাহায্য নেয়া হয়েছে।
• লেখক ঃ ‎Koushik Deb

লিউকেমিয়া রোগটির ব্যাপারে তথ্য জেনে নিন।


দীর্ঘ ৬ বছর একসঙ্গে থাকার পরে John Cena এবং Nikki Bella -দের তথাকথিত "গোল্ডেন কাপল" এর ব্রেক আপ ঘটলো। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে তারা বলেছে : "এই ডিসিশনটা নেওয়া মোটেই সোজা ছিল না কিন্তু আমাদের এখনও একে অপরের প্রতি ভালোবাসা এবং রেস্পেক্ট আছে। আমরা আশা করি যে আপনারা আমাদের জীবনের এই সময়ে আমাদেরকে একা থাকতে দেবেন।" এই খবর কনফার্ম করে নিক্কি এবং ব্রি এর অফিসিয়াল ট্যুইটার পেজে এই ট্যুইটটি করা হয়-

উল্লেখ্য, ৪০ বছর বয়সী সিনা ৩৪ বছর বয়সী নিক্কি বেলাকে রেসেলমেনিয়া ৩৩ এ বিয়ের প্রস্তাব দেয়। তারা ২০১২ থেকে ডেটিং করছিল। আগামী ৫ মে তাদের বিয়ে হবার কথা ছিল। এর আগেও সিনা নিক্কিকে তার স্ত্রী হিসাবে সম্বোধন করে বলেছিল "আমি বিয়ে করতে প্রস্তুত, আমি জানি যে আমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে", কিন্তু ভবিষ্যতের কথা কি আর কেউ বলতে পারে ?

রেসেলমেনিয়া ৩৪ এর সময় এই জুটিকে শেষবার একসাথে দেখা যায়। এর আগেই সিনা এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছিল "সম্পর্ক রক্ষা করা কঠিন কাজ। মোটেও ভাববেন না ভালোবাসা সহজ কাজ। ভালোবাসা মধুর, কিন্তু ৫ বছর একসাথে থাকার পরে আমরা বুঝতে পেরেছি ভালোবাসা কঠিন কাজ।" এরপরে সিনা আরও বলে যে "সে অনেক ব্যস্ত থাকে, আমরা দুজনেই ব্যস্ত থাকি। ফলে অনেক সময় মাসের পর মাস আমাদের দেখা হয় না। কিন্তু যখন দেখা হয় সেটা হয় সবথেকে মধুর মুহূর্ত। আমার মনে হয় অন্তত আপাতত সেটাই আমাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে" 

নিক্কির ক্যারিয়ারে ইফেক্ট : জন সিনার সাথে এই ব্রেকআপ হবার পরে অনেকেই মনে করছে নিক্কির WWE ক্যারিয়ার হয়তো সেখানেই শেষ। উল্লেখ্য, নিক্কি রেসলিং ছাড়াও অনেক ধরনের কাজ করে, যেমন রিয়ালিটি টিভি শো বা নিজস্ব কাপড়ের ব্যবসা। এর আগে নিক্কি 'Total Divas' এ অভিনয় করেছে এবং এখন 'Total Bellas' নামক শো এর প্রডিউসারও আছে, যেখানে জন সিনাকে অনেক বার দেখা গেছে। ২০১৫ সালে বেলার জীবনে অন্ধকার নামে, একটি গভীর নেক ইনজুরির ফলে সে ১০ মাসের জন্য রেস্লিং করতে পারেনি। এরপরে জন সিনার সাথে ব্রেক আপও তার ক্যারিয়ারে অত্যন্ত নেগেটিভ ভাবে ইফেক্ট করবে। উল্লেখ্য এর আগে Mickie James নামক ডিভাকে WWE ফায়ার করে দেই শুধুমাত্র সিনার ইমেজ রক্ষার্থে। 



তবে বেলার জন্য আশার আলো হল সে "Dancing with the Stars" নামক শোতে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষদের কাছেও অনেক প্রতিষ্ঠা লাভ করে। তার বোনের সাথে মিলে সে "Birdiebee" নামক আন্ডারওয়্যার ব্রান্ড  সফলভাবে শুরু করে। শেষবার তাকে রিংয়ে দেখা যায় ২০১৮ এর Royal Rumble পিপিভির ওমেন রাম্বাল ম্যাচে, যেখানে সে দ্বিতীয় স্থান লাভ করে। তার রেসলিং ক্যারিয়ার হয়তো এখানেই সমাপ্ত কিন্তু আশা করি রেসলিং এর বাইরেও সে সফল হয়ে উঠবে।
• লেখক ঃ রেসলিং বাংলা এক্সক্লুসিভ!

ব্রেকিং: জন সিনা ও নিক্কি বেলার ব্রেক আপ, পরিণতি